Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছাঁয়ায় স্হান লাভ করবেন!

সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছাঁয়ায় স্হান লাভ করবেন!


হযরত আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাত ব্যক্তিকে আল্লাহ্ কিয়ামাত দিবসে তাঁর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন এই ছায়া ব্যতীত আর কোনও ছায়া থাকবে না।

 (১) ন্যায়পরায়ণ শাসক।

(২) ঐ যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে।

 (৩) ঐ ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সংযুক্ত রয়েছে (অর্থাৎ প্রতি ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়ের জন্য যে উম্মুখ থাকে)।

 (৪) ঐ ব্যক্তিদ্বয় যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অন্যকে ভালবেসেছে এবং তাতে অবিচল রয়েছে, কিংবা আল্লাহ্ সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়েছে।

 (৫) ঐ ব্যক্তি যাকে কোন অভিজাত শ্রেণীর সুন্দরী মহিলা ব্যাভিচারের দিকে আহবান করলে সে তা প্রত্যাখ্যান করে বলে যে, আমি আল্লাহকে ভয় করি।

 (৬) ঐ ব্যক্তি যে কিছু যে এতটাই গোপনে  দান সাদকাহ্ করে যে, যেন তার ডান হাত কী দান করেছে, তার বাম হাতও সেটা জানতে পারে না।

(৭) ঐ ব্যক্তি যে একাকী বসে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দু’টো আল্লাহর ভয়ে অশ্রুপাত করে।

(সহিহ্ আল-বুখারী, ২য় খন্ড, যাকাত অধ্যায়, হাদীস নং- ৫০৪) ।

No comments