কৌতুক
একবার এক বাড়িতে এক অতিথি এলেন। তিনি বেশ পেটুক। ফলে সেদিন যা রান্না হয়েছিল, তার সবই সে একা খেয়ে ফেললেন। বাড়ির লোকজনের জন্য কিছুই অবশিষ্ট রইল না। এমনকি বাচ্চা ছেলেটার জন্যও নয়।
কিছুক্ষণ পর বাচ্চা ছেলেটি কাঁদতে বসে গেল। তাকে কাঁদতে দেখে মা বললেন, ‘এতো তাড়াতাড়ি কাঁদিস না। দাঁড়া অতিথি চলে যাক, তারপর আমরা সবাই মিলে কাঁদব।
No comments