রাসূল সাঃ নাকি জন্ম থেকেই কুরআন জানতেন!
রাসূল সাঃ নাকি জন্ম থেকেই কুরআন জানতেন!
كَانَ ﷺ عَالِماً بِالْقُرْآنِ بِتَمَامِهِ وَتَالِيًا لَهُ مِنْ حِيْنِ وَلاَدَتِهِ
‘‘তিনি জন্মলগ্ন থেকেই পুরো কুরআন জানতেন এবং পাঠ করতেন।’’
এ কথা শুধু মিথ্যাই নয়, কুরআন কারীমের বিভিন্ন আয়াতের সুস্পষ্ট বিরোধী।
আল্লাহ বলেন: ‘‘আপনি তো জানতেন না যে, কিতাব কি এবং ঈমান কি।
অন্যত্র বলেন: ‘‘আপনি আশা করেন নি যে, আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে। এ তো কেবল আপনার প্রতিপালকের অনুগ্রহ।
সূত্রঃ
আব্দুল হাই লাখনবী, আল-আসার, পৃ. ৩৮।
সূরা (৪২) শূরা: ৫২ আয়াত।
সূরা (২৮) কাসাস: ৮৬ আয়াত।
No comments