কালেমায়ে তায়্যিবা হচ্ছে, একটি বিপ্লবী কালেমা!
لااله الا الله محمد رسول الله
অর্থঃ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মুহাম্মাদ সাঃ আল্লাহর রাসূল।
উক্ত কালেমা পড়ে আপনি কি ঘোষণা করলেন তা কি জানেন!
ইলাহ শব্দের অর্থ অনেকগুলো। যেমন,
আইনদাতা,
বিধানদাতা,
রিযিকদাতা,
মালিক ইত্যাদি।
উক্ত কালেমা পড়ে আমরা একথারই সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন আইনদাতা, বিধানদাতা মানি না।
একমাত্র আল্লাহর আইন চলবে।
সৃষ্টি যার আইন চলবে তাঁর।
কোন মানব রচিত আইন মানি না।
কোন মানব রচিত আইন মানি না।
কোন তাগুতকে মানি না।
এটাকে যদি আপনি রাজনীতি মনে করেন, তাহলে এটাই আমার রাজনীতি!
এই সাক্ষ্যর উপর বাঁচতে চাই এবং এই সাক্ষ্যর উপর মরতে চাই। যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন এই সাক্ষ্য দিয়ে যাবো আল্লাহ ছাড়া কোন বিধাননদাতা নেই, কোন মা'বুদ নেই।
No comments