কৌতুক!
বল্টু এক চায়ের দোকানে চা খাইতে ঢুকল, একটা রং চা খাইল। যখন বিল দিতে গেল ।
বল্টু : বিল কত হল?
দোকানদার: 6 টাকা।
বল্টু : কেন দুধ চা কত?
দোকানদার: 6 টাকা । বল্টু : কেন?
আমিতো রং চা খাইলাম, তা হলে আমার 1 টাকার দুধ দিয়ে দিন।
দোকানদার: হাতের তালুতে এক চামচ দুধ দিল।
বল্টু জিহ্বা দিয়ে দুধ খেয়ে মাটিতে গড়াগড়ি শুরু করল এখন দোকানদার ভয়ে অস্থির,,,
বল্টুর পকেটে 100 টাকা দিয়ে বললো ভাই তুই হাসপাতালে যা ,
বল্টু উঠে দাঁড়িয়ে বললো কেন?
দোকানদার: মনে হয় দুধ খাওয়াতে তোমার সমস্যা হয়েছে।
বল্টু : আরে না ।
দোকানদার: তাহলে গড়াগড়ি করছিলেন কেন?
. বল্টু : আমি আগে চা পরে দুধ খাইছিতো তাই মিক্সড করছিলাম।
No comments