কৌতুক!
ছেলে ও বাবার মধ্যে কথা হচ্ছে:
ছেলে: বাবা টাকা দাও। একটা মোবাইল কিনব।
বাবা: মোবাইল কিনবি? তোরে না দুই মাস আগেই ১০ হাজার টাকা দিলাম নতুন মোবাইলের লাইগা।
ছেলে: হুম দিছ, কিন্তু এবার একটা থ্রিজি মোবাইল কিনব।
বাবা: থ্রিজি মোবাইল। সেইডা আবার কী?
ছেলে: ওহহ, থ্রিজি কী জানো না? থ্রিজি হলো থার্ড জেনারেশন মোবাইল ফোন।
বাবা: কী কইলি? তোর এত অধ:পতন। আমার কি টাকার অভাব? তোরে আমি কুনো দিন সেকেন্ড হ্যান্ড জিনিস কিইনা দিইনি, আর আমার পোলা হইয়া সেই তুই কিনবি থার্ড হ্যান্ড মোবাইল।
No comments