নারী
আজিজুল হাকিম
তুমিতো নারী
অমূল্য রতন,
তবে অশ্লীল কেন
তোমার ভূষণ।
চলনে কেন তোমার
পুরুষালী ভাব,
উগ্রবেশে কেন
জোরে ফেল ধাপ।
বলনে কেন
কন্ঠ কর উঁচু,
ভুলে গেছো নারী তুমি
কন্ঠস্বর কর নীচু।
এতো জিদ কেন
তোমার স্বভাবে,
এখনি কোমল হও
নয়তো সব হারাবে।
নারী
Reviewed by
islamicsite10.blospot.com
on
July 12, 2020
Rating:
5
No comments