Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

সম্পাদকীয়

পৃথিবী কিয়ামতের দ্বারপ্রান্তে! 

ইন্নাল হামদা লিল্লাহ। আস্সালাতু আস্সালামু আলা রাসূলিল্লাহ।
 
প্রিয় দ্বীনিভাইগণ! আস্সালামু আলাইকুম, ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে পৃথিবীর অবস্হা খুবই নাজুক। একের পর এক ধেয়ে আসছে মহামারী, বিপদআপদ। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই পৃথিবী ধ্বংস হতে বেশী সময় নেবে না! মহান আল্লাহ তাআলা বলেন,

فَهَلْ يَنظُرُونَ إِلَّا السَّاعَةَ أَن تَأْتِيَهُم بَغْتَةً ۖ فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا ۚ فَأَنَّىٰ لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِكْرَاهُمْ
(মুহাম্মাদ - ১৮)
তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুতঃ কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে ?

তাই এখনই সময় তওবা করে আল্লাহর পথে ফিরে আসার। গোনাহ থেকে বেঁচে থাকার জন্য কায়মনোবাক্যে আল্লহর কাছেই ফরিয়াদ করুন। তিনি তওবা কবুলকারী পাপ মোচনকারী।

আল্লাহর পথে লোকদের আহ্বান করতে থাকুন বেশী বেশী। বলাতো যায় না হয়তো আপনার আহ্বানে কেউ সঠিক পথের দিশা পাবে। অন্যায় পথ থেকে ফিরে আসবে।

যেভাবে পারেন দাওয়াতি কাজ করতে থাকুন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই "মাসিক আল আকসা" এবং "ইসলামিক সাইট" নামে দুটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করা হয়েছে।

সকলের নিকট দুআ চাই, মহান আল্লাহ তাআলা যেন আমার এই নগন্য খেদমতটুকু কবুল করেন। আমীন।

No comments