কিয়ামতের পাঁচটি প্রশ্ন?
কিয়ামতের পাঁচটি প্রশ্ন?
লেখকঃ আজিজুল হাকিম
ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেয়ার আগে বনি আদমের পা এক কদমও নড়তে পারবে না। সেগুলো হলো,
১. সে নিজের জীবনটা কোন পথে কাটিয়েছে
২. যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছে
৩. ধন-সম্পদ কোন পথে উপার্জন করেছে
৪. কোন পথে ধন-সম্পদ ব্যয় করেছে
৫. দীন ইসলাম সম্পর্কে যতটুকু জানত, সে অনুযায়ী কতটুকু আমল করেছে।
তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১৬
No comments