তিন সময়ে নামায আদায় করা নিষেধ!
তিন সময়ে নামায আদায় করা নিষেধ!
মাসআলাঃ সূর্য উদয়, সূর্য অস্ত এবং ঠিক দ্বিপ্রহর এই তিন সময়ে কোন নামাযই দূরস্ত নহে, তাহা নফল হউক, ক্বাযা হউক, তেলাওয়াতের সেজদা বা জানাযার নামায হউক। কিন্তু সেই দিনের আসরের নামায না পড়িয়া থাকিলে সূর্য অস্ত যাওয়ার সময়েও পড়িয়া লইবে। অনূরুপ সূর্য অস্ত যাওয়ার সময় জানাযা হাজির হইলে, কিংবা আয়াতে সেজদা তেলাওয়াত করিলে জানাযার নামায এবং তেলাওয়াতের সেজদা আদায় করিয়া দিবে। -মারাক্কী
No comments