স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি!
লেখকঃ আজিজুল হাকিম
স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র। এই ভালবাসাটা কিভাবে দিন দিন বাড়বে তা একটু দেখে নিন।
প্রিয়তমা স্ত্রীর সাথে হাসিমুখে কথা বলা
• ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ : ” ﺗﺒﺴﻤﻚ ﻓﻲ ﻭﺟﻪ ﺃﺧﻴﻚ ﻟﻚ ﺻﺪﻗﺔ .”
( ﺻﺤﻴﺢ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 1956)
আর এর জন্যে স্ত্রী সবচাইতে বেশী হকদার।
প্রিয়তমার মুখে খাবারের লুকমা তুলে দেওয়া , তার প্রয়োজনীয় জিনিস-পত্রের দিকে লক্ষ্য রাখা
• ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ : ” ﺇﻧﻚ ﻟﻦ ﺗﻨﻔﻖ ﻧﻔﻘﺔ ﺇﻻ ﺃﺟﺮﺕ ﻋﻠﻴﻬﺎ ﺣﺘﻰ ﺍﻟﻠﻘﻤﺔ ﺗﺮﻓﻌﻬﺎ ﺇﻟﻰ ﻓﻢ ﺍﻣﺮﺃﺗﻚ _ .” ( ﻣﺘّﻔﻖ ﻋﻠﻴﻪ )
প্রিয়তমার পানীয় দ্রব্যের অবশিষ্টাংশ পান করে তার প্রতি ভালবাসার প্রমাণ দেওয়া
• ﻓﻌﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻗﺎﻟﺖ : ” ﻛﻨﺖ ﺃﺷﺮﺏ ﻭﺃﻧﺎ ﺣﺎﺋﺾ ، ﺛﻢ ﺃﻧﺎﻭﻟﻪ ﺍﻟﻨﺒﻲ ﷺ ، ﻓﻴﻀﻊ ﻓﺎﻩ ﻋﻠﻰ ﻣﻮﺿﻊ ﻓﻲَّ ، ﻓﻴﺸﺮﺏ ، ﻭﺃﺗﻌﺮﻕ ﺍﻟﻌﺮﻕ ﻭﺃﻧﺎ ﺣﺎﺋﺾ ، ﺛﻢ ﺃﻧﺎﻭﻟﻪ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻓﻴﻀﻊ ﻓﺎﻩ ﻋﻠﻰ ﻣﻮﺿﻊ ﻓﻲَّ ، ﻓﻴﺸﺮﺏ .”
( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ )
স্ত্রীর উরুতে টেক দিয়ে শোয়ে তার প্রতি হৃদয় নিংড়ানো ভালবাসা বুঝানো
• ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻗﺎﻟﺖ : ” ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻳﺘﻜﺊ ﻓﻲ ﺣﺠﺮﻱ ، ﻓﻴﻘﺮﺃ ﺍﻟﻘﺮﺁﻥ ﻭﺃﻧﺎ ﺣﺎﺋﺾ .”
( ﻣﺘّﻔﻖ ﻋﻠﻴﻪ )
স্ত্রীর সাথে একই বালতী বা গোসলের পাত্র থেকে গোসল করা
• ﻓﻔﻲ ﺃﺣﺎﺩﻳﺚ ﻋﺎﺋﺸﺔ ﻭﺃﻡ ﺳﻠﻤﺔ ﻭﻣﻴﻤﻮﻧﺔ ﻭﺍﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻢ : – ” ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻛﺎﻥ ﻳﻐﺘﺴﻞ ﻫﻮ ﻭﺯﻭﺟﺘﻪ ﻣﻦ ﺇﻧﺎﺀ ﻭﺍﺣﺪ ﺣﺘﻰ ﻳﻘﻮﻝ ﻟﻬﺎ : ﺃﺑﻘﻲ ﻟﻲ ( ﺃﻱ ﺍﻟﻤﺎﺀ ) ﻭﺗﻘﻮﻝ ﻫﻲ : ﺃﺑﻖ ﻟﻲ .”
( ﻣﺘّﻔﻖ ﻋﻠﻴﻪ )
স্ত্রীর সাথে বিনোদন ও মজা করা
• ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻟﺠﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ : ” ﻫﻼ ﺑﻜﺮًﺍ ﺗﻼﻋﺒﻬﺎ ﻭﺗﻼﻋﺒﻚ .”
_ ( ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ ) _.
• ﻭﻋﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﺃﻧﻬﺎ ﻛﺎﻧﺖ ﻣﻊ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻓﻲ ﺳﻔﺮ ، ﻭﻫﻲ ﺟﺎﺭﻳﺔ ، ﻓﻘﺎﻝ ﻷﺻﺤﺎﺑﻪ : ﺗﻘﺪﻣﻮﺍ ، ﻓﺘﻘﺪﻣﻮﺍ ، ﺛﻢ ﻗﺎﻝ ﻟﻬﺎ : ﺗﻌﺎﻟﻲ ﺃﺳﺎﺑﻘﻚ .”
( ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ 1/254 )
স্ত্রীকে ঘরের কাজ-কর্মে সহযোগিতা করাঃ
• ﺳﺌﻠﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻣﺎ ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻳﻌﻤﻞ ﻓﻲ ﺑﻴﺘﻪ ؟ ﻗﺎﻟﺖ : ﻛﺎﻥ ﺑﺸﺮﺍ ﻣﻦ ﺍﻟﺒﺸﺮ ﻳﻔﻠﻲ ﺛﻮﺑﻪ ﻭﻳﺤﻠﺐ ﺷﺎﺗﻪ ﻭﻳﺨﺪﻡ ﻧﻔﺴﻪ .”
( ﺻﺤﻴﺢ ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ 4996)
স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে মুখ ও দাঁত পরিষ্কার রাখাঃ
• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ” ﺇﺫﺍ ﺩﺧﻞ ﺑﻴﺘﻪ ﺑﺪﺃ ﺑﺎﻟﺴﻮﺍﻙ .”
( ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ )
প্রিয়তমার মনোরঞ্জনে সুগন্ধি ব্যবহার ও উত্তম পোষাক পরিধান করাঃ
• ﻗﺎﻝ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ – : ” ﺇﻧﻲ ﺃﺣﺐ ﺃﻥ ﺃﺗﺰﻳﻦ ﻟﻬﺎ ﻛﻤﺎ ﺃﺣﺐ ﺃﻥ ﺗﺘﺰﻳﻦ ﻟﻲ .”
( ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ )
প্রিয়তমাকে সংক্ষিপ্ত নামে ডাকা ও এমনসব শব্দ দ্বারা তাকে সম্বোধন করা যা সে পছন্দ করেঃ
• ﻛﺎﻥ ﷺ ﻳﻘﻮﻝ ﻟـ [ ﻋﺎﺋﺸﺔ ] : ” ﻳﺎ ﻋﺎﺋﺶ ، ﻳﺎ ﻋﺎﺋﺶ ﻫﺬﺍ ﺟﺒﺮﻳﻞ ﻳﻘﺮﺋﻚ ﺍﻟﺴﻼﻡ .”
_ ( ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ ) _.
• ﻭﻛﺎﻥ ﻳﻘﻮﻝ ﻟﻌﺎﺋﺸﺔ ﺃﻳﻀﺎ : ” ﻳﺎ ﺣﻤﻴﺮﺍﺀ .”
_ ( ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ 818/7 ) _.
* ﻭﺍﻟﺤﻤﻴﺮﺍﺀ ﺗﺼﻐﻴﺮ ﺣﻤﺮﺍﺀ ﻳﺮﺍﺩ ﺑﻬﺎ ﺍﻟﺒﻴﻀﺎﺀ *.
• ﻭﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ ﺃﻳﻀًﺎ : ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻛﻞ ﻧﺴﺎﺋﻚ ﻟﻬﺎ ﻛﻨﻴﺔ ﻏﻴﺮﻱ ، ﻓﻜﻨّﺎﻫﺎ ” ﺃﻡ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ .”
( ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ 255/1 )
স্ত্রীর দোষত্রুটি থাকলে সেগুলো থেকে চশমপুশি করা তথা না দেখার ভান করে থাকাঃ
• ﻗﺎﻝ ﷺ : ” ﻻ ﻳﻔﺮﻙ ( ﺃﻱ ﻻ ﻳﺒﻐﺾ ) ﻣﺆﻣﻦٌ ﻣﺆﻣﻨﺔ ﺇﻥ ﻛﺮِﻩَ ﻣﻨﻬﺎ ﺧُﻠُﻘﺎً ﺭﺿﻲ ﻣﻨﻬﺎ ﺁﺧﺮ .”
( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ )
প্রিয়তমার প্রতি সহমর্মিতা দেখানো এবং কখনো কাঁদলে অশ্রু মুছে দেওয়াঃ
• ﻗﺎﻝ ﺃﻧﺲ : ﻛﺎﻧﺖ ﺻﻔﻴﺔ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻓﻲ ﺳﻔﺮ ، ﻭﻛﺎﻥ ﺫﻟﻚ ﻳﻮﻣﻬﺎ ، ﻓﺄﺑﻄﺄﺕ ﻓﻲ ﺍﻟﻤﺴﻴﺮ ، ﻓﺎﺳﺘﻘﺒﻠﻬﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻭﻫﻰ ﺗﺒﻜﻲ ، ﻭﺗﻘﻮﻝ ﺣﻤﻠﺘﻨﻲ ﻋﻠﻰ ﺑﻌﻴﺮ ﺑﻄﻲﺀ ، ﻓﺠﻌﻞ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻳﻤﺴﺢ ﺑﻴﺪﻳﻪ ﻋﻴﻨﻴﻬﺎ ، ﻭﻳﺴﻜﺘﻬﺎ .. .”
_ ( ﺻﺤﻴﺢ ﺍﻟﻨﺴﺎﺋﻲ ) _.
স্ত্রীর জবানদরাজী বা বাকবিতণ্ডা বরদাশত করাঃ
• ﻋﻦ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﻗﺎﻝ : ﺻﺨﺒﺖ ﻋﻠﻲّ ﺍﻣﺮﺃﺗﻲ ﻓﺮﺍﺟﻌﺘﻨﻲ ( ﺃﻱ ﻧﺎﻗﺸﺘﻨﻲ ﻓﻲ ﻣﻮﻗﻒ ) ، ﻓﺄﻧﻜﺮﺕُ ﺃﻥ ﺗﺮﺍﺟﻌﻨﻲ ! ﻗﺎﻟﺖ : ﻭﻟِﻢَ ﺗُﻨﻜﺮ ﺃﻥ ﺃﺭﺍﺟﻌَﻚ؟ ﻓﻮﺍﻟﻠﻪ ﺇﻥ ﺃﺯﻭﺍﺝ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻟﻴﺮﺍﺟِﻌْﻨﻪ .. .”
( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ )
স্ত্রীর পাকানো খাদ্যে ত্রুটি না খোজাঃ
• ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ – ﻗﺎﻝ : ” ﻣﺎ ﻋﺎﺏ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻃﻌﺎﻣﺎ ﻗﻂ ﺇﻥ ﺍﺷﺘﻬﺎﻩ ﺃﻛﻠﻪ ﻭﺇﻻ ﺗﺮﻛﻪ .”
( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ )
প্রিয়তমা যে খেদমত আন্জাম দেয় এর কৃতজ্ঞতা প্রকাশ করাঃ
• ﻗﺎﻝ ﷺ : ” ﻣﻦ ﻟﻢ ﻳﺸﻜﺮ ﺍﻟﻨﺎﺱ ﻟﻢ ﻳﺸﻜﺮ ﺍﻟﻠﻪ .”
( ﺻﺤﻴﺢ ﺍﻟﺘﺮﻏﻴﺐ ﻭﺍﻟﺘﺮﻫﻴﺐ 976 )
স্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বান্ধবীদের প্রতি সম্মান দেখানোঃ
• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – : ” ﺇﻥ ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻟﻴﺬﺑﺢ ﺍﻟﺸﺎﺓ ﻓﻴﺘﺘﺒﻊ ﺑﻬﺎ ﺻﺪﺍﻳﻖ ﺧﺪﻳﺠﺔ ﻓﻴﻬﺪﻳﻬﺎ ﻟﻬﻦ .”
( ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ )
স্ত্রীকে সবসময়ের জন্যে জীবনসঙ্গী হিসাবে রাখার ব্যাপারে নিশ্চয়তা দেওয়াঃ
• ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻋﻦ ﻗﺼﺔ ﺃﻡ ﺯﺭﻉ ﻭﺯﻭﺟﻬﺎ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻳﺤﺴﻦ ﺇﻟﻴﻬﺎ ﺛﻢّ ﻓﺎﺭﻗﻬﺎ ؛ ﻗﺎﻝ ﷺ ﻟﻌﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻋﻨﺪﻫﺎ : ” ﻛﻨﺖ ﻟﻚ ﻛﺄﺑﻲ ﺯﺭﻉ ﻷﻡ ﺯﺭﻉ ﻏﻴﺮ ﺃﻧﻲ ﻻ ﺃﻃﻠﻘﻚ .”
( ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ )
দুঃসময় ও বিপদআপদে প্রিয়তমার পাশে থাকা ও অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করাঃ
• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻓﻲ ﻗﺼّﺔ ﺍﻹﻓﻚ : ﻛﻨﺖ ﺇﺫﺍ ﺍﺷﺘﻜﻴﺖ ﺭﺣﻤﻨﻲ ﷺ ، ﻭﻟﻄﻒ ﺑﻲ ، ﻓﻠﻢ ﻳﻔﻌﻞ ﺫﻟﻚ ﺑﻲ ﻓﻲ ﺷﻜﻮﺍﻱ ﺗﻠﻚ ﻓﺄﻧﻜﺮﺕ ﺫﻟﻚ ﻣﻨﻪ ﻛﺎﻥ ﺇﺫﺍ ﺩﺧﻞ ﻋﻠﻲ ﻭﻋﻨﺪﻱ ﺃﻣﻲ ﺗﻤﺮّﺿﻨﻲ ﻗﺎﻝ : ﻛﻴﻒ ﺗﻴﻜﻢ ! ﻻ ﻳﺰﻳﺪ ﻋﻠﻰ ﺫﻟﻚ .”
( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ )
• ﻭﻋﻨﻬﺎ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻗﺎﻟﺖ : ” ﻛﺎﻥ ﷺ ﺍﺫﺍ ﻣﺮﺽ ﺃﺣﺪٌ ﻣﻦ ﺃﻫﻞ ﺑﻴﺘﻪ ﻧﻔﺚ ﻋﻠﻴﻪ ﺑﺎﻟﻤﻌﻮﺫﺍﺕ .”
( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ )
ইবাদত-বন্দেগী এবং আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম আদায়ের ক্ষেত্রে স্ত্রীকে সহযোগিতা করাঃ
• ﻗﺎﻝ ﷺ : ” ﺭﺣﻢ ﺍﻟﻠﻪ ﺭﺟﻼً ﻗﺎﻡ ﻣﻦ ﺍﻟﻠﻴﻞ ، ﻓﺼﻠﻲ ﻭﺃﻳﻘﻆ ﺍﻣﺮﺃﺗﻪ ، ﻓﺄﻥ ﺃﺑﺖ ﻧﻀﺢ ﻓﻲ ﻭﺟﻬﻬﺎ ﺍﻟﻤﺎﺀ .”
( ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ )
প্রিয়তমাকে নির্ভয় দেওয়া, আস্থাশীল রাখা ও ভয় না দেখানোঃ
• ﻧﻬﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ : ” ﺃﻥ ﻳﻄﺮﻕ ﺍﻟﺮﺟﻞ ﺃﻫﻠﻪ ﻟﻴﻼً ﻭﺃﻥ ﻳﺨﻮﻧﻬﻢ ، ﺃﻭ ﻳﻠﺘﻤﺲ ﻋﺜﺮﺍﺗﻬﻢ .”
( ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ )
ঘরের বাইরে যাওয়ার সময় প্রিয়তমাকে চুমু খেয়ে নির্ভেজাল ও স্বচ্ছ ভালবাসা প্রদর্শন করাঃ
• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – : ” ﻗﺒّﻞ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﺑﻌﺾ ﻧﺴﺎﺋﻪ ﺛﻢ
ﺧﺮﺝ ﺇﻟﻰ ﺍﻟﺼﻼﺓ ﻭﻟﻢ ﻳﺘﻮﺿﺄ .”
_ ( ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻭﻗﻮّﺍﻩ )
আল্লাহ তায়ালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।
No comments