Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি!


স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি!

লেখকঃ আজিজুল হাকিম

স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র। এই ভালবাসাটা কিভাবে দিন দিন বাড়বে তা একটু দেখে নিন।

প্রিয়তমা স্ত্রীর সাথে হাসিমুখে কথা বলা

• ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ : ” ﺗﺒﺴﻤﻚ ﻓﻲ ﻭﺟﻪ ﺃﺧﻴﻚ ﻟﻚ ﺻﺪﻗﺔ .”
‏( ﺻﺤﻴﺢ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 1956)

আর এর জন্যে স্ত্রী সবচাইতে বেশী হকদার।

প্রিয়তমার মুখে খাবারের লুকমা তুলে দেওয়া , তার প্রয়োজনীয় জিনিস-পত্রের দিকে লক্ষ্য রাখা

• ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ : ” ﺇﻧﻚ ﻟﻦ ﺗﻨﻔﻖ ﻧﻔﻘﺔ ﺇﻻ ﺃﺟﺮﺕ ﻋﻠﻴﻬﺎ ﺣﺘﻰ ﺍﻟﻠﻘﻤﺔ ﺗﺮﻓﻌﻬﺎ ﺇﻟﻰ ﻓﻢ ﺍﻣﺮﺃﺗﻚ _ .” ‏( ﻣﺘّﻔﻖ ﻋﻠﻴﻪ )

প্রিয়তমার পানীয় দ্রব্যের অবশিষ্টাংশ পান করে তার প্রতি ভালবাসার প্রমাণ দেওয়া

• ﻓﻌﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻗﺎﻟﺖ : ” ﻛﻨﺖ ﺃﺷﺮﺏ ﻭﺃﻧﺎ ﺣﺎﺋﺾ ، ﺛﻢ ﺃﻧﺎﻭﻟﻪ ﺍﻟﻨﺒﻲ ﷺ ، ﻓﻴﻀﻊ ﻓﺎﻩ ﻋﻠﻰ ﻣﻮﺿﻊ ﻓﻲَّ ، ﻓﻴﺸﺮﺏ ، ﻭﺃﺗﻌﺮﻕ ﺍﻟﻌﺮﻕ ﻭﺃﻧﺎ ﺣﺎﺋﺾ ، ﺛﻢ ﺃﻧﺎﻭﻟﻪ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻓﻴﻀﻊ ﻓﺎﻩ ﻋﻠﻰ ﻣﻮﺿﻊ ﻓﻲَّ ، ﻓﻴﺸﺮﺏ .”
‏( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ )

স্ত্রীর উরুতে টেক দিয়ে শোয়ে তার প্রতি হৃদয় নিংড়ানো ভালবাসা বুঝানো

• ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻗﺎﻟﺖ : ” ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻳﺘﻜﺊ ﻓﻲ ﺣﺠﺮﻱ ، ﻓﻴﻘﺮﺃ ﺍﻟﻘﺮﺁﻥ ﻭﺃﻧﺎ ﺣﺎﺋﺾ .”
‏( ﻣﺘّﻔﻖ ﻋﻠﻴﻪ )

স্ত্রীর সাথে একই বালতী বা গোসলের পাত্র থেকে গোসল করা

• ﻓﻔﻲ ﺃﺣﺎﺩﻳﺚ ﻋﺎﺋﺸﺔ ﻭﺃﻡ ﺳﻠﻤﺔ ﻭﻣﻴﻤﻮﻧﺔ ﻭﺍﺑﻦ ﻋﻤﺮ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻢ : – ” ﺃﻥ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻛﺎﻥ ﻳﻐﺘﺴﻞ ﻫﻮ ﻭﺯﻭﺟﺘﻪ ﻣﻦ ﺇﻧﺎﺀ ﻭﺍﺣﺪ ﺣﺘﻰ ﻳﻘﻮﻝ ﻟﻬﺎ : ﺃﺑﻘﻲ ﻟﻲ ‏( ﺃﻱ ﺍﻟﻤﺎﺀ ‏) ﻭﺗﻘﻮﻝ ﻫﻲ : ﺃﺑﻖ ﻟﻲ .”
‏( ﻣﺘّﻔﻖ ﻋﻠﻴﻪ )

স্ত্রীর সাথে বিনোদন ও মজা করা

• ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻟﺠﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ : ” ﻫﻼ ﺑﻜﺮًﺍ ﺗﻼﻋﺒﻬﺎ ﻭﺗﻼﻋﺒﻚ .”
_ ‏( ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ ‏) _.
• ﻭﻋﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﺃﻧﻬﺎ ﻛﺎﻧﺖ ﻣﻊ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻓﻲ ﺳﻔﺮ ، ﻭﻫﻲ ﺟﺎﺭﻳﺔ ، ﻓﻘﺎﻝ ﻷﺻﺤﺎﺑﻪ : ﺗﻘﺪﻣﻮﺍ ، ﻓﺘﻘﺪﻣﻮﺍ ، ﺛﻢ ﻗﺎﻝ ﻟﻬﺎ : ﺗﻌﺎﻟﻲ ﺃﺳﺎﺑﻘﻚ .”
‏( ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ 1/254 )

স্ত্রীকে ঘরের কাজ-কর্মে সহযোগিতা করাঃ

• ﺳﺌﻠﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻣﺎ ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻳﻌﻤﻞ ﻓﻲ ﺑﻴﺘﻪ ؟ ﻗﺎﻟﺖ : ﻛﺎﻥ ﺑﺸﺮﺍ ﻣﻦ ﺍﻟﺒﺸﺮ ﻳﻔﻠﻲ ﺛﻮﺑﻪ ﻭﻳﺤﻠﺐ ﺷﺎﺗﻪ ﻭﻳﺨﺪﻡ ﻧﻔﺴﻪ .”
‏( ﺻﺤﻴﺢ ﺍﻷﺩﺏ ﺍﻟﻤﻔﺮﺩ 4996)

স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে মুখ ও দাঁত পরিষ্কার রাখাঃ

• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ” ﺇﺫﺍ ﺩﺧﻞ ﺑﻴﺘﻪ ﺑﺪﺃ ﺑﺎﻟﺴﻮﺍﻙ .”
‏( ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ )

প্রিয়তমার মনোরঞ্জনে সুগন্ধি ব্যবহার ও উত্তম পোষাক পরিধান করাঃ

• ﻗﺎﻝ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ – : ” ﺇﻧﻲ ﺃﺣﺐ ﺃﻥ ﺃﺗﺰﻳﻦ ﻟﻬﺎ ﻛﻤﺎ ﺃﺣﺐ ﺃﻥ ﺗﺘﺰﻳﻦ ﻟﻲ .”
( ﻣﺼﻨﻒ ﺍﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ )

প্রিয়তমাকে সংক্ষিপ্ত নামে ডাকা ও এমনসব শব্দ দ্বারা তাকে সম্বোধন করা যা সে পছন্দ করেঃ

• ﻛﺎﻥ ﷺ ﻳﻘﻮﻝ ﻟـ ‏[ ﻋﺎﺋﺸﺔ ‏] : ” ﻳﺎ ﻋﺎﺋﺶ ، ﻳﺎ ﻋﺎﺋﺶ ﻫﺬﺍ ﺟﺒﺮﻳﻞ ﻳﻘﺮﺋﻚ ﺍﻟﺴﻼﻡ .”
_ ‏( ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ ‏) _.
• ﻭﻛﺎﻥ ﻳﻘﻮﻝ ﻟﻌﺎﺋﺸﺔ ﺃﻳﻀﺎ : ” ﻳﺎ ﺣﻤﻴﺮﺍﺀ .”
_ ‏( ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ 818/7 ‏) _.
* ﻭﺍﻟﺤﻤﻴﺮﺍﺀ ﺗﺼﻐﻴﺮ ﺣﻤﺮﺍﺀ ﻳﺮﺍﺩ ﺑﻬﺎ ﺍﻟﺒﻴﻀﺎﺀ *.
• ﻭﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ ﺃﻳﻀًﺎ : ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻛﻞ ﻧﺴﺎﺋﻚ ﻟﻬﺎ ﻛﻨﻴﺔ ﻏﻴﺮﻱ ، ﻓﻜﻨّﺎﻫﺎ ” ﺃﻡ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ .”
‏( ﺍﻟﺴﻠﺴﻠﺔ ﺍﻟﺼﺤﻴﺤﺔ 255/1 )

স্ত্রীর দোষত্রুটি থাকলে সেগুলো থেকে চশমপুশি করা তথা না দেখার ভান করে থাকাঃ

• ﻗﺎﻝ ﷺ : ” ﻻ ﻳﻔﺮﻙ ‏( ﺃﻱ ﻻ ﻳﺒﻐﺾ ‏) ﻣﺆﻣﻦٌ ﻣﺆﻣﻨﺔ ﺇﻥ ﻛﺮِﻩَ ﻣﻨﻬﺎ ﺧُﻠُﻘﺎً ﺭﺿﻲ ﻣﻨﻬﺎ ﺁﺧﺮ .”
( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ )

প্রিয়তমার প্রতি সহমর্মিতা দেখানো এবং কখনো কাঁদলে অশ্রু মুছে দেওয়াঃ

• ﻗﺎﻝ ﺃﻧﺲ : ﻛﺎﻧﺖ ﺻﻔﻴﺔ ﻣﻊ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻓﻲ ﺳﻔﺮ ، ﻭﻛﺎﻥ ﺫﻟﻚ ﻳﻮﻣﻬﺎ ، ﻓﺄﺑﻄﺄﺕ ﻓﻲ ﺍﻟﻤﺴﻴﺮ ، ﻓﺎﺳﺘﻘﺒﻠﻬﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻭﻫﻰ ﺗﺒﻜﻲ ، ﻭﺗﻘﻮﻝ ﺣﻤﻠﺘﻨﻲ ﻋﻠﻰ ﺑﻌﻴﺮ ﺑﻄﻲﺀ ، ﻓﺠﻌﻞ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻳﻤﺴﺢ ﺑﻴﺪﻳﻪ ﻋﻴﻨﻴﻬﺎ ، ﻭﻳﺴﻜﺘﻬﺎ .. .”
_ ‏( ﺻﺤﻴﺢ ﺍﻟﻨﺴﺎﺋﻲ ) _.

স্ত্রীর জবানদরাজী বা বাকবিতণ্ডা বরদাশত করাঃ

• ﻋﻦ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﻗﺎﻝ : ﺻﺨﺒﺖ ﻋﻠﻲّ ﺍﻣﺮﺃﺗﻲ ﻓﺮﺍﺟﻌﺘﻨﻲ ‏( ﺃﻱ ﻧﺎﻗﺸﺘﻨﻲ ﻓﻲ ﻣﻮﻗﻒ ‏) ، ﻓﺄﻧﻜﺮﺕُ ﺃﻥ ﺗﺮﺍﺟﻌﻨﻲ ! ﻗﺎﻟﺖ : ﻭﻟِﻢَ ﺗُﻨﻜﺮ ﺃﻥ ﺃﺭﺍﺟﻌَﻚ؟ ﻓﻮﺍﻟﻠﻪ ﺇﻥ ﺃﺯﻭﺍﺝ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻟﻴﺮﺍﺟِﻌْﻨﻪ .. .”
‏( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ )

স্ত্রীর পাকানো খাদ্যে ত্রুটি না খোজাঃ

• ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ – ﻗﺎﻝ : ” ﻣﺎ ﻋﺎﺏ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﻃﻌﺎﻣﺎ ﻗﻂ ﺇﻥ ﺍﺷﺘﻬﺎﻩ ﺃﻛﻠﻪ ﻭﺇﻻ ﺗﺮﻛﻪ .”
( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ )

প্রিয়তমা যে খেদমত আন্জাম দেয় এর কৃতজ্ঞতা প্রকাশ করাঃ

• ﻗﺎﻝ ﷺ : ” ﻣﻦ ﻟﻢ ﻳﺸﻜﺮ ﺍﻟﻨﺎﺱ ﻟﻢ ﻳﺸﻜﺮ ﺍﻟﻠﻪ .”
( ﺻﺤﻴﺢ ﺍﻟﺘﺮﻏﻴﺐ ﻭﺍﻟﺘﺮﻫﻴﺐ 976 )

স্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বান্ধবীদের প্রতি সম্মান দেখানোঃ

• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – : ” ﺇﻥ ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﻟﻴﺬﺑﺢ ﺍﻟﺸﺎﺓ ﻓﻴﺘﺘﺒﻊ ﺑﻬﺎ ﺻﺪﺍﻳﻖ ﺧﺪﻳﺠﺔ ﻓﻴﻬﺪﻳﻬﺎ ﻟﻬﻦ .”
‏( ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ )

স্ত্রীকে সবসময়ের জন্যে জীবনসঙ্গী হিসাবে রাখার ব্যাপারে নিশ্চয়তা দেওয়াঃ

• ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻋﻦ ﻗﺼﺔ ﺃﻡ ﺯﺭﻉ ﻭﺯﻭﺟﻬﺎ ﺍﻟﺬﻱ ﻛﺎﻥ ﻳﺤﺴﻦ ﺇﻟﻴﻬﺎ ﺛﻢّ ﻓﺎﺭﻗﻬﺎ ؛ ﻗﺎﻝ ﷺ ﻟﻌﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻋﻨﺪﻫﺎ : ” ﻛﻨﺖ ﻟﻚ ﻛﺄﺑﻲ ﺯﺭﻉ ﻷﻡ ﺯﺭﻉ ﻏﻴﺮ ﺃﻧﻲ ﻻ ﺃﻃﻠﻘﻚ .”
‏( ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ )

দুঃসময় ও বিপদআপদে প্রিয়তমার পাশে থাকা ও অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করাঃ

• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻓﻲ ﻗﺼّﺔ ﺍﻹﻓﻚ : ﻛﻨﺖ ﺇﺫﺍ ﺍﺷﺘﻜﻴﺖ ﺭﺣﻤﻨﻲ ﷺ ، ﻭﻟﻄﻒ ﺑﻲ ، ﻓﻠﻢ ﻳﻔﻌﻞ ﺫﻟﻚ ﺑﻲ ﻓﻲ ﺷﻜﻮﺍﻱ ﺗﻠﻚ ﻓﺄﻧﻜﺮﺕ ﺫﻟﻚ ﻣﻨﻪ ﻛﺎﻥ ﺇﺫﺍ ﺩﺧﻞ ﻋﻠﻲ ﻭﻋﻨﺪﻱ ﺃﻣﻲ ﺗﻤﺮّﺿﻨﻲ ﻗﺎﻝ : ﻛﻴﻒ ﺗﻴﻜﻢ ! ﻻ ﻳﺰﻳﺪ ﻋﻠﻰ ﺫﻟﻚ .”
‏( ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ ‏)
• ﻭﻋﻨﻬﺎ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – ﻗﺎﻟﺖ : ” ﻛﺎﻥ ﷺ ﺍﺫﺍ ﻣﺮﺽ ﺃﺣﺪٌ ﻣﻦ ﺃﻫﻞ ﺑﻴﺘﻪ ﻧﻔﺚ ﻋﻠﻴﻪ ﺑﺎﻟﻤﻌﻮﺫﺍﺕ .”
‏( ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ )

ইবাদত-বন্দেগী এবং আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম আদায়ের ক্ষেত্রে স্ত্রীকে সহযোগিতা করাঃ

• ﻗﺎﻝ ﷺ : ” ﺭﺣﻢ ﺍﻟﻠﻪ ﺭﺟﻼً ﻗﺎﻡ ﻣﻦ ﺍﻟﻠﻴﻞ ، ﻓﺼﻠﻲ ﻭﺃﻳﻘﻆ ﺍﻣﺮﺃﺗﻪ ، ﻓﺄﻥ ﺃﺑﺖ ﻧﻀﺢ ﻓﻲ ﻭﺟﻬﻬﺎ ﺍﻟﻤﺎﺀ .”
‏( ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ )

প্রিয়তমাকে নির্ভয় দেওয়া, আস্থাশীল রাখা ও ভয় না দেখানোঃ

• ﻧﻬﻰ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ : ” ﺃﻥ ﻳﻄﺮﻕ ﺍﻟﺮﺟﻞ ﺃﻫﻠﻪ ﻟﻴﻼً ﻭﺃﻥ ﻳﺨﻮﻧﻬﻢ ، ﺃﻭ ﻳﻠﺘﻤﺲ ﻋﺜﺮﺍﺗﻬﻢ .”
‏( ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ )

ঘরের বাইরে যাওয়ার সময় প্রিয়তমাকে চুমু খেয়ে নির্ভেজাল ও স্বচ্ছ ভালবাসা প্রদর্শন করাঃ

• ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ – ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ – : ” ﻗﺒّﻞ ﺍﻟﻨﺒﻲ ﷺ ﺑﻌﺾ ﻧﺴﺎﺋﻪ ﺛﻢ
ﺧﺮﺝ ﺇﻟﻰ ﺍﻟﺼﻼﺓ ﻭﻟﻢ ﻳﺘﻮﺿﺄ .”
_ ‏( ﺭﻭﺍﻩ ﺃﺑﻮ ﺩﺍﻭﺩ ﻭﻗﻮّﺍﻩ )

আল্লাহ তায়ালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।

No comments