Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

কিয়ামতের পাঁচটি প্রশ্ন?


কিয়ামতের পাঁচটি প্রশ্ন?


ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে,
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেয়ার আগে বনি আদমের পা এক কদমও নড়তে পারবে না। সেগুলো হলো,

১. সে নিজের জীবনটা কোন পথে কাটিয়েছে
২. যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছে
৩. ধন-সম্পদ কোন পথে উপার্জন করেছে
৪. কোন পথে ধন-সম্পদ ব্যয় করেছে
৫. দীন ইসলাম সম্পর্কে যতটুকু জানত, সে অনুযায়ী কতটুকু আমল করেছে।

তিরমিজী হাদিস নম্বরঃ ২৪১৬

No comments