তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম!
তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত হারাম!
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ ثَلاَثَةٌ قَدْ حَرَّمَ اللهُ عَلَيْهِمْ اَلْجَنَّةَ مُدْمِنُ الخَمْرِ وََالعَاقُّ وَالدَّيُوْتُ الَّذِيْ يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ.
ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তা’আলা জান্নাত হারাম করেছেন।
(১) সর্বদা মদপানকারী,
(২) পিতা-মাতার অবাধ্য সন্তান ও
(৩) পরিবারে বেপর্দার সুযোগ দানকারী (দায়ূছ)’
(নাসাঈ, মিশকাত হা/৩৬৫৫)।
No comments