ঈমানের পরিক্ষা
ঈমানের পরিক্ষা
লেখকঃ আজিজুল হাকিমবিসমিল্লাহির রাহমানির রাহিম।
اَحَسِبَ النَّاسُ اَنۡ یُّتۡرَکُوۡۤا اَنۡ یَّقُوۡلُوۡۤا اٰمَنَّا وَہُمۡ لَا یُفۡتَنُوۡنَ
وَلَقَدۡ فَتَنَّا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَلَیَعۡلَمَنَّ اللّٰہُ الَّذِیۡنَ صَدَقُوۡا وَلَیَعۡلَمَنَّ الۡکٰذِبِیۡنَ
মানুষ কি মনে করে আমরা ঈমানএনেছি' এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? অথচ তাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও আমি পরীক্ষা করেছি। সুতরাং আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যনিষ্ঠার পরিচয় দিয়েছে এবং তিনি অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী।
আল আনকাবুত - ২, ৩
ঈমানের দাবী করলেই ঈমানদার হওয়া যায় না। এরকম ঈমানের দাবী অনেক কাফের, মোনাফেকরাও করেছিল এখনো করে। ঈমানের দাবী করা আর ঈমানদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এক কথ নয়! যারা ঈমানের দাবী করবেন মহান আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই পরিক্ষা করে দেখবেন যে তাদের দাবীতে তারা সত্যবাদী নাকি মিথ্যাবাদী।
মহান আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরিক্ষা করবেন। সবার পরিক্ষার ধরণ একরকম হবে না। কাউকে ক্ষুধা-তৃষ্ণা দিয়ে, কাউকে ধন-সম্পদের ক্ষতি করে, কারো জীবন কেড়ে নিয়ে, কাউকে জিহাদের ময়দানে কঠিন অবস্হার মুখোমুখি দাঁড় করিয়ে ইত্যাদি বিষয়ে পরিক্ষা করে দেখবেন।
যারা উক্ত পরিক্ষায় পাশ করতে পারবেন মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবেন।
মহান আল্লাহ তাআলা বলেন,
اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَنَّۃَ وَلَمَّا یَعۡلَمِ اللّٰہُ الَّذِیۡنَ جٰہَدُوۡا مِنۡکُمۡ وَیَعۡلَمَ الصّٰبِرِیۡنَ
তোমাদের কি ধারণা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্য্যশীল।
আল ইমরান - ১৪২
اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَنَّۃَ وَلَمَّا یَاۡتِکُمۡ مَّثَلُ الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلِکُمۡ ؕ مَسَّتۡہُمُ الۡبَاۡسَآءُ وَالضَّرَّآءُ وَزُلۡزِلُوۡا حَتّٰی یَقُوۡلَ الرَّسُوۡلُ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ مَتٰی نَصۡرُ اللّٰہِ ؕ اَلَاۤ اِنَّ نَصۡرَ اللّٰہِ قَرِیۡبٌ
তোমাদের কি এই ধারণা যে, তোমরা জান্নাতে চলে যাবে, অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়েছে। তাদের উপর এসেছে বিপদ ও কষ্ট। আর এমনি ভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তাঁর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে পর্যন্ত একথা বলতে হয়েছে যে, কখন আসবে আল্লাহর সাহায্য! তোমরা শোনে নাও, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী।
আল বাকারা - ২১৪
اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تُتۡرَکُوۡا وَلَمَّا یَعۡلَمِ اللّٰہُ الَّذِیۡنَ جٰہَدُوۡا مِنۡکُمۡ وَلَمۡ یَتَّخِذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلَا رَسُوۡلِہٖ وَلَا الۡمُؤۡمِنِیۡنَ وَلِیۡجَۃً ؕ وَاللّٰہُ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ
তোমরা কি মনে কর যে, তোমাদের ছেড়ে দেয়া হবে এমনি, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তাঁর রসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে। আর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত।
আত তাওবাহ্ - ১৬
মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিনা পরিক্ষায় যেন পাশ করান, আর যদি কোন পরিক্ষার সম্মুখীন করান তবে দয়া করে যেন ধৈর্য্যধারণ করার তৌফিক দান করেন এবং পরিক্ষায় পাশ করান। আমীন
No comments