নেশাখোর
নেশাখোর
লেখকঃ আজিজুল হাকিম
নেশা করে করছো শেষ
জীবনটাকে,
বলতে পারো
মানুষ হবে কবে।
মদ জুয়ার আড্ডাখানা
নিত্যদিন যাওয়া আসা,
হিরোইন আর ফেন্সিডিল
আরো আছে পতিতার বাসা।
সুযোগ বুঝে ঘাপটি মেরে
কারো বাসায় দাও হানা,
এমন করে ক'দিন যাবে
চলবেনা আর বাহানা।
এবার তুমি এসো ফিরে
অন্ধকার ঐ পথ ছেড়ে,
ডাকছি তোমায় আদর করে
হাত দু'টি নেড়ে।
এবার তোমায় ভাবতে হবে
কি করবে ভবে,
বলতে পারো
মানুষ হবে কবে???
No comments