Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

বিশ্ব ভালোবাসা দিবস

 বিশ্ব ভালোবাসা দিবস

লেখকঃ মোঃ মিজানুর রহমান

বিশ্বটাকে চালায় কে? চিন্তা কর মনে
সেই রবকে ভালোবাস,প্রতি ক্ষনে ক্ষনে।
সঠিক পথের দিশা তোমায়,দিলো যে রাসুল
তাকে উজাড় করে বাসতে ভালো,করিওনা ভুল।

পিতা-মাতার তরে দেখলে,এই দুনিয়ার মুখ
একটু ভালো বাসলে তাদের, পাবে অনেক সুখ।
রক্তের বাঁধন যায় না ছেরা, আপন ভাই-বোন
তাদের ভালো বাসবে তুমি, সারাটা জিবন।

চির আপন করলে যারে, সবকিছু ছেড়ে
সেই জিবনসঙ্গীরে ভালোবাস,প্রান উজাড় করে।
সন্তান তোমার আল্লাহর দান,তোমার আশার আলো
নাড়ী ছেরা ধন যে তোমার,তাদের বাসো ভালো।

মসিবতে তোমার পাশে, থাকে আত্মীয়-স্বজন
একটু ভালো বাসলে তাদের, হবে আরো আপন।
এতিম-মিসকিন দরিদ্র অসহায়,চেয়ে তোমার পানে
করবে দোয়া বাসলে ভালো, মহান রবের শানে।

প্রানীজগৎ প্রেম পিপাসায়,চেয়ে তোমার দিকে
তাদের বাসতে ভালো না পারলে,জিবনটা যে ফিকে। ভালোবাসার তরে তোমায়,সৃষ্টি করলেন সাঁই
সবার উপর প্রেম পবিত্র,তাহার উপরে নাই।

প্রেম তোমার রবের দেয়া, সেরা আমানত
অপাত্রে দিলে সে তো, হবে খেয়ানত।
যেথায় দিতে বলেছে রব, সেথায় প্রেম দাও
রবের দেয়া নজরানা, দু-হাতে লুটাও।

সৃষ্টির সেরা মানুষ তুমি,হবে স্রেষ্ট তোমার কাজ
নাস্তিকদের ফাঁদে পড়ে, হইওনা বে-লাজ।
ভালোবাসা দিবস নয়-তো, যিনা দিবস আজ
এ থেকে দূরে থাকো, বাঁচাও এ সমাজ।

No comments