Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

মানুষের কৃতকর্ম লিপিবদ্ধ হচ্ছে।

মানুষের কৃতকর্ম লিপিবদ্ধ হচ্ছে।

লেখকঃ আজিজুল হাকিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

وَکُلَّ اِنۡسَانٍ اَلۡزَمۡنٰہُ طٰٓئِرَہٗ فِیۡ عُنُقِہٖ ؕ وَنُخۡرِجُ لَہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ کِتٰبًا یَّلۡقٰىہُ مَنۡشُوۡرًا

(বনী-ইসরাঈল-১৩)
আমি প্রত্যেক মানুষের ( কাজের ) পরিণাম তার গলদেশে সেঁটে দিয়েছি এবং কিয়ামতের দিন আমি ( তার আমলনামা ) লিপিবদ্ধরূপে তার সামনে বের করে দেব , যা সে উন্মুক্ত পাবে ।


পৃথিবীতে মানুষ যা কিছুই করছে তা দুই ঘাড়ে দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করছে। মৃত্যুর আগ পর্যন্ত তারা এভাবে করে লিপিবদ্ধ করতে থাকবে। সেই লিপিবদ্ধ খাতাকে আমলনামা বলা হয়। আপনি আমি সারাদিনে যতো ভালো কাজ করি বা গোনাহের কাজ করি তার সবকিছুই লেখা হচ্ছে। একটি মূহুর্তের জন্যও তারা ক্ষান্ত হয় না।

উক্ত দুই ফেরেশতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন,

کِرَامًا کَاتِبِیۡنَ ۙ
یَعۡلَمُوۡنَ مَا تَفۡعَلُوۡنَ

সম্মানিত আমল লেখকবৃন্দ। তারা জানে যা তোমরা কর।

আল ইন্‌ফিতার - ১১, ১২

মানুষ যতো ছোট নেকীর কাজ করুক বা গোনাহের কাজ করুক না কেন তা সবকিছুই মহান আল্লাহ তাআলার নিযুক্ত দুইজন ফেরেশতা কেরামান কাতেবীন তা লিপিবদ্ধ করছে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ইরশাদ করেন,

فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ
وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ 

সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে।

আল যিল্‌যাল - ৭, ৮

কেয়ামতের ময়দানে তাদের নেতাসহ মানুষদেরকে ডাকা হবেঃ

یَوۡمَ نَدۡعُوۡا کُلَّ اُنَاسٍۭ بِاِمَامِہِمۡ ۚ فَمَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ فَاُولٰٓئِکَ یَقۡرَءُوۡنَ کِتٰبَہُمۡ وَلَا یُظۡلَمُوۡنَ فَتِیۡلًا

(বনী-ইসরাঈল-৭১)
সেই দিনকে স্মরণ কর , যখন আমি সমস্ত মানুষকে তাদের নেতাসহ ডাকব । তারপর যাদেরকে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে , তারা তাদের আমলনামা পড়বে এবং তাদের প্রতি সুতা পরিমাণও জুলুম করা হবে না ।

প্রত্যেক মানুষের সামনে আমলনামা রেখে দেয়া হবেঃ

وَوُضِعَ الۡکِتٰبُ فَتَرَی الۡمُجۡرِمِیۡنَ مُشۡفِقِیۡنَ مِمَّا فِیۡہِ وَیَقُوۡلُوۡنَ یٰوَیۡلَتَنَا مَالِ ہٰذَا الۡکِتٰبِ لَا یُغَادِرُ صَغِیۡرَۃً وَّلَا کَبِیۡرَۃً اِلَّاۤ اَحۡصٰہَا ۚ  وَوَجَدُوۡا مَا عَمِلُوۡا حَاضِرًا ؕ  وَلَا یَظۡلِمُ رَبُّکَ اَحَدًا

(আল কাহাফ-৪৯)
আর আমলনামা ’ সামনে রেখে দেওয়া হবে । তখন তুমি অপরাধীদেরকে দেখবে , তাতে যা ( লেখা ) আছে , তার কারণে তারা আতঙ্কিত এবং তারা বলছে , হায় ! আমাদের দুর্ভোগ ! এটা কেমন কিতাব , যা আমাদের ছােট - বড় যত কর্ম আছে , সবই পুঙ্খানুপুঙ্খ হিসাব করে রেখেছে , তারা তাদের সমস্ত কৃতকর্ম সামনে উপস্থিত পাবে । তােমার প্রতিপালক কারও প্রতি কোন জুলুম করবেন না ।

নবীগণ এবং সাক্ষীগণকে উপস্হিত করা হবেঃ

وَاَشۡرَقَتِ الۡاَرۡضُ بِنُوۡرِ رَبِّہَا وَوُضِعَ الۡکِتٰبُ وَجِایۡٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّہَدَآءِ وَقُضِیَ بَیۡنَہُمۡ بِالۡحَقِّ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ

(আয্‌-যুমার-৬৯)
এবং পৃথিবী নিজ প্রতিপালকের আলােয় উদ্ভাসিত হয়ে উঠবে, আমলনামা সামনে রেখে দেওয়া হবে এবং নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে আর মানুষের মধ্যে ন্যায়বিচার করা হবে। তাদের উপর কোন জুলুম করা হবে না।

প্রত্যেক সম্প্রদায় সেই দিন ভয়ে নতজানু হয়ে থাকবেঃ

وَتَرٰی کُلَّ اُمَّۃٍ جَاثِیَۃً ۟ کُلُّ اُمَّۃٍ تُدۡعٰۤی اِلٰی کِتٰبِہَا ؕ اَلۡیَوۡمَ تُجۡزَوۡنَ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ

(আল জাসিয়াহ-২৮)
আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে, অদ্য তোমারদেরকে তার প্রতিফল দেয়া হবে।

মানুষের আমলনামা সেইদিন তার বিরুদ্ধে সাক্ষী দিবেঃ

ہٰذَا کِتٰبُنَا یَنۡطِقُ عَلَیۡکُمۡ بِالۡحَقِّ ؕ اِنَّا کُنَّا نَسۡتَنۡسِخُ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ

(আল জাসিয়াহ-২৯)
আমার কাছে রক্ষিত এই আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে। তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম।

সেইদিন কেরামান কাতেবীন আমলনামা পেশ করবেঃ

وَقَالَ قَرِیۡنُہٗ ہٰذَا مَا لَدَیَّ عَتِیۡدٌ ؕ

(ক্বাফ-২৩)
তার সঙ্গী ফেরেশতা বলবেঃ আমার কাছে যে, আমলনামা ছিল, তা এই।

وَکُلُّ شَیۡءٍ فَعَلُوۡہُ فِی الزُّبُرِ

(আল ক্বামার-৫২)
তারা যা-কিছু করেছে, সবই আমলনামায় আছে।

সেইদিন আমলনামা পড়তে বলা হবেঃ

اِقۡرَاۡ کِتٰبَکَ ؕ  کَفٰی بِنَفۡسِکَ الۡیَوۡمَ عَلَیۡکَ حَسِیۡبًا ؕ

(বনী-ইসরাঈল-১৪)
পাঠ কর তুমি তোমার কিতাব। আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট।

যে ব্যক্তি ডানহাতে আমলনামা পাবে সে অত্যন্ত খুঁশি হয়ে অপরকে দেখাবেঃ


فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ  فَیَقُوۡلُ ہَآؤُمُ اقۡرَءُوۡا کِتٰبِیَہۡ ۚ

(আল হাক্কাহ-১৯)
অতঃপর যাকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে , সে বলবে , হে লােকজন ! এই যে আমার আমলনামা , তোমরা পড়ে দেখ ।

فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ

অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে,

আল ইন্‌শিকাক - ৭

فَسَوۡفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیۡرًا ۙ

তার থেকে তাে হিসাব নেওয়া হবে - সহজ হিসাব।

আল ইন্‌শিকাক - ৮

وَّیَنۡقَلِبُ اِلٰۤی اَہۡلِہٖ مَسۡرُوۡرًا ؕ

এবং সে তার পরিবারবর্গের কাছে ফিরে যাবে আনন্দচিত্তে।

আল ইন্‌শিকাক - ৯

যাকে আমলনামা বামহাতে দেয়া হবে সে তা পাওয়ার পর আফসোস করবেঃ

وَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِشِمَالِہٖ ۬ۙ  فَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُوۡتَ کِتٰبِیَہۡ ۚ

(আল হাক্কাহ-২৫)
আর সেই ব্যক্তি , যার আমলনামা দেওয়া হবে তার বাম হাতে ; সে বলবে , আহা ! আমাকে যদি আমলনামা দেওয়াই না হত !

وَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ وَرَآءَ ظَہۡرِہٖ ۙ

কিন্তু যাকে তার আমলনামা দেওয়া হবে তার পিঠের পিছন থেকে,

আল ইন্‌শিকাক - ১০

فَسَوۡفَ یَدۡعُوۡا ثُبُوۡرًا ۙ

সে মৃত্যুকে ডাকবে।

আল ইন্‌শিকাক - ১১

وَّیَصۡلٰی سَعِیۡرًا ؕ

এবং সে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে

আল ইন্‌শিকাক - ১২

পাপীষ্ঠদের আমলনামা আছে সিজ্জীনেঃ

کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡفُجَّارِ لَفِیۡ سِجِّیۡنٍ ؕ

(আত মুত্বাফ্‌ফিফীন-৭)

কখনই এটা সমীচীন নয়। নিশ্চিতভাবে পাপিষ্ঠদের আমলনামা আছে সিজ্জীনে।

নেককারদের আমলনামা আছে ইল্লীনেঃ

کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡاَبۡرَارِ لَفِیۡ عِلِّیِّیۡنَ ؕ

(আত মুত্বাফ্‌ফিফীন-১৮)

জেনে রেখ, পুণ্যবানদের আমলনামা থাকে ইল্লিয়্যীনে।

মহান আল্লাহ তাআলা যেনো আমাদেরকে ডানহাতে আমলনামা দান করেন এবং সহজ হিসাব গ্রহণ করেন। আমীন

No comments