"ইল্লাল্লাহ" জিকির বিদআত!!
"ইল্লাল্লাহ" জিকির বিদআত!!
লেখকঃ আজিজুল হাকিম
জিকির হচ্ছে একটি ইবাদত। আর ইবাদত তখনই প্রমাণিত হয় যখন তা রাসূল সাঃ এর যুগে পাওয়া যায়, সাহাবীদের রাঃ যুগে পাওয়া যায়, অথবা তাবেয়ীদের রঃ যুগে পাওয়া যায়।
জিকির হচ্ছে একটি ইবাদত। আর ইবাদত তখনই প্রমাণিত হয় যখন তা রাসূল সাঃ এর যুগে পাওয়া যায়, সাহাবীদের রাঃ যুগে পাওয়া যায়, অথবা তাবেয়ীদের রঃ যুগে পাওয়া যায়।
যদি এমন কোন ইবাদত যা রাসূল সাঃ এর যুগে না পাওয়া যায়, অথবা সাহাবীদের রাঃ যুগে না পাওয়া যায় অথবা তাবেয়ীদের রঃ যুগে না পাওয়া যায় সেটি কোন ইবাদত নয় বরং তা বিদআত।
আর এই ইল্লাল্লাহ জিকিরের প্রমাণ না আছে কুরআনে, না আছে হাদীসে, না আছে রাসূল সাঃ এর যুগে, না আছে সাহাবীদের রাঃ যুগে, না আছে তাবেয়ীদের রঃ যুগে। তাহলে সেই বিদআতী জিকির করার জন্য এতো ব্যস্ত কেন?
আসুন, এই বিদআতী জিকির বাদ দিয়ে সহীহ জিকির করি! লা-ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
No comments