কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে!
কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে!
লেখকঃ আজিজুল হাকিম
উমায়র ইবনু হানী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আবিয়াহ (রাযিঃ) কে মিম্বারের উপর আসীন অবস্থায় বলতে শুনেছি "আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আমার উম্মাতের একটি জামা’আত আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের সঙ্গ ত্যাগ করবে বা বিরোধিতা করবে, তারা তাদের কোনই ক্ষতি সাধন করতে পারবে না। এভাবে আল্লাহর আদেশ তথা কিয়ামাত এসে পড়বে আর তারা তখনও লোকের উপর বিজয়ী থাকবে।"
লেখকঃ আজিজুল হাকিম
উমায়র ইবনু হানী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি মু'আবিয়াহ (রাযিঃ) কে মিম্বারের উপর আসীন অবস্থায় বলতে শুনেছি "আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, আমার উম্মাতের একটি জামা’আত আল্লাহর আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে। যারা তাদের সঙ্গ ত্যাগ করবে বা বিরোধিতা করবে, তারা তাদের কোনই ক্ষতি সাধন করতে পারবে না। এভাবে আল্লাহর আদেশ তথা কিয়ামাত এসে পড়বে আর তারা তখনও লোকের উপর বিজয়ী থাকবে।"
মুসলিম, হাঃ ৪৮৪৯
★ সেই দলটি চেনার জন্য উক্ত হাদীসের প্রতি লক্ষ্য করুন পাঁচটি চিহ্ন রয়েছে!
১/ সেই দলের সাথে লোকেরা সম্পর্ক ত্যাগ করবে। তাদের সাথে মিশবে না। তাদেরকে একাকী করে রাখা হবে।
২/ সেই দলটির সাথে শুধু সম্পর্ক ত্যাগই করবে না বরং তাদের সাথে বিরুধীতাও করবে।
২/ সেই দলটির সাথে শুধু সম্পর্ক ত্যাগই করবে না বরং তাদের সাথে বিরুধীতাও করবে।
৩/ বিরুধীতা করে তাদের কোন ক্ষতি করতে পারবে না। তাদেরকে সমূলে ধ্বংস করতে পারবে না।
৪/ আর এই বিরুধীতা দুই একদিনের জন্য নয় বরং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
৫/ তাদের সাথে যতই সম্পর্ক ত্যাগ করুক না কেন, যতই তাদের বিরুধীতা করুক না কেন, তারা সবসময় বিজয়ী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত।
আল্লাহই ভালো জানেন।
No comments