এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার!!
এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার!!লেখকঃ আজিজুল হাকিম
পৃথিবীতে সব কিছুই সহ্য করার মত হলেও, আল্লাহ এবং রাসূল সাঃ এর অপমান সহ্য করার নয়। বর্তমানে নাস্তিক কাফেরের দলেরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ, রাসূল এবং ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ছে।
তাই তাদেরকে প্রতিহত করতে চাই আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন। অন্তত আল্লাহ এবং রাসূল সাঃ এর সম্মান রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি।
এ আন্দোলন হবে মুসলিমদের ঐক্যবদ্ধ আন্দোলন। এখানে দেখা হবে না কে হানাফী, কে আহলে হাদীস। কে কওমী, কে আলীয়া। কে জামাআত, কে চরমোনাই। কে নেককার, কে গুনাহগার। এখানে শুধু মুসলিমরাই ঐক্যবদ্ধ হবেন, তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ।
যদি ঐক্যবদ্ধ না হতে পারি, একা চলার নীতি অবলম্বন করি তাহলে,
# মার খেতে হবে
# জেলে যেতে হবে
# খুন হতে হবে
# গুম হতে হবে
# ফাঁসির দড়িতে ঝুলতে হবে
# ন্যায় বিচার পাবেন না
# দাড়ি, টুপি নিয়ে রাস্তায় চলতে পারবেন না
# জঙ্গি উপাধী নিয়ে ঘুরতে হবে
এখন ভেবে দেখুন, কোনটি করা উচিত! শত শত বছরের ঘৃণা, জিদ জিইয়ে রাখা উচিত নাকি সব মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে কাঁধে কাঁধ মিলানো উচিত? চরমোনাই পীর সাহেব ফয়জুল করীম সাহেবের সুরে সুর মিলিয়ে বলতে চাই, যদি একা একা মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়ান তাহলে মরবেন, আর যদি সকলে মিলে মরার জন্য তৈরী হয়ে যান তবে কেউ মরবেন না।
No comments