Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

পবিত্র কোরআন থেকে নামায সম্পর্কে দিকনির্দেশনাঃ

পবিত্র কোরআন থেকে নামায সম্পর্কে দিকনির্দেশনাঃ
লেখকঃ আজিজুল হাকিম
আল্লাহর পক্ষ থেকে নামাযের নির্দেশঃ
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُُ
وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ

(ত্বোয়াহ - ১) আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাযের আদ
দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোন রিযিক চাই না। আমি আপনাকে রিযিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ।
وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ
(ক্বাফ - ৪০)
রাত্রির কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা করুন এবং নামাযের পশ্চাতেও।
নামাযের পূর্বে অযু করতে হবেঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ۚ
(আল মায়িদাহ - ৬)
হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর ও মাথা মাসেহ কর এবং পদযুগল গিটসহ ধৌত কর।

নামাযের পূর্বে উত্তম পোশাক পরিধান করতে হবেঃ
۞ يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ
(আল আরাফ - ৩১)
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।

সকল নামাযের প্রতি যত্নবান হতে হবেঃ
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
(আল বাকারা - ২৩৮)
সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।
বিঃ দ্রঃ মধ্যবর্তী নামায বলতে এখানে আসরের নামাযকে বুঝানো হয়েছে।

নামায আদায় করতে হবে জামাআতের সাথেঃ
وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
(আল বাকারা - ৪৩)
আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয়।

বিনয়ের সাথে নামায আদায় করতে হবেঃ
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
(আল মুমিনূন - ২)
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;


নামায একটি কঠিন ইবাদতঃ
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
(আল বাকারা - ৪৫)
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।

নামাযের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাইতে হবেঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
(আল বাকারা - ১৫৩)
হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।

নামাযীদের সাথে চলা ফেরা করার নির্দেশঃ
وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ
(আশ শুআরা - ২১৯)
এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।




No comments