মুসলিমদের জন্য সুসংবাদ!
মুসলিমরা কেন সর্বস্হানে মার খাচ্ছে জানেন! কারণ, আমাদের ঈমানের দূর্বলতা। আমাদের ঈমানী শক্তি নেই। কোন অন্যায়ের বিরুদ্ধে সামান্যতম প্রতিবাদ করার সাহসটুকুও আমরা আজ হারিয়ে ফেলেছি।যারা একটু প্রতিবাদী হতে চায় তাদেরকেও আমরা ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখি। আরে ভাই, অন্যায়ের প্রতিবাদ করার জন্য কাউকে তো এগিয়ে আসতেই হবে। আমিই না হয় সেই ব্যক্তি হলাম!
আল্লাহর প্রতি ভালোবাসা না রেখে দুনিয়ার প্রতি ভালোবাসা দিয়ে অন্তর পরিপূর্ণ করে রেখেছি। তাই তো চোখের সামনে আল্লাহ এবং রাসূল সাঃ কে অপমান করার দৃশ্য দেখেও মুখে কুলুপ এঁটে বসে থাকি। ঈমান কাজ করে না।দুনিয়ার প্রতি ভালোবাসা থেকেই অন্তরে জন্ম হয়েছে ভয়-ভীতি। এই ভয় আজ মুসলিমদেরকে গ্রাস করে রেখেছে। তাই এই ভয়কে জয় করতে হবে।
দুটি ভয় থেকে অন্তরকে পরিষ্কার করতে হবে,
একঃ ক্ষমতার ভয়
দুইঃ অস্ত্রের ভয়
মুসলিমরা কোনদিন লোক সংখ্যা আর অস্ত্রের ক্ষমতা দিয়ে বিজয় অর্জন করেনি, ইতিহাস সাক্ষী।
মুসলিমরা বিজয় অর্জন করেছে ঈমানী
শক্তি দিয়ে। সুতরাং কাফেরদের অস্ত্র
দেখে ভয় পাবেন না।
ঈমানের বলে বলিয়ান হয়ে কাফেরদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিন। আল্লাহর ওয়াদা আছে মুসলিমরাই বিজয়ী হবে। ঐ শুনুন! আল্লাহ কি বলছেনঃ
يَا أَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ
No comments