Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

আসুন মুসলিমদের পাশে দাঁড়াই!!


আসুন মুসলিমদের পাশে দাঁড়াই!!
লেখকঃ আজিজুল হাকিম

যে কাফের মুনাফিকদের বিরুদ্ধে আমাদের কঠোর হওয়ার কথা ছিল কিন্তু আজ তাদেরকেই বড় আপন করে নিয়েছি আমরা। ভুলে গেছি কুরআন হাদীসের শিক্ষা!
মুসলমান আজ মুসলমানকে বানিয়েছে শত্রু আর কাফেরদেরকে বানিয়েছে বন্ধু। সতর্ক হও মুসলমান। তুমি মরিচিকার পিছনে হাঁটছো। জানি তোমার এই গন্তব্যপথ কখনো শেষ হবে না।
সময় আছে কাফের মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হও। কাশ্মীরের মুসলিমদের পাশে দাঁড়াও, ইরাকের মুসলিমদের পাশে দাঁড়াও, আফগানিস্তানের সুসলিমদের পাশে দাঁড়াও, ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়াও, বায়তুল মাকদিস ইহুদীদের কবল হতে ছিনিয়ে আনো।
যদি না পারো তবে, অপেক্ষা কর। একদিন তোমাকেও এভাবে সাহায্য চাইতে হবে। সেদিন তোমার পাশেও কেউ দাঁড়াবে না।
يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ ۚ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ الْمَصِيرُ
(আত তাহরীম - ৯)
হে নবী! কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হোন। তাদের ঠিকানা জাহান্নাম। সেটা কতই না নিকৃষ্ট স্থান।

No comments