জেগে উঠো
জেগে উঠো
লেখকঃ মাওঃ মিজানুর রহমান
আর কতকাল থাকবে পিছে,
বল মুসলিম আজ।
নতুন করে জেগে উঠো,
শিরে পরে নয়া তাজ।
তোমরা,নও হিন্দু নও বৌদ্ধ নও খ্রিস্টান,
এক আল্লাহর গোলাম তোমরা, শ্রেষ্ঠ মুসলমান।
তোমাদের আছে গৌরব অতীত,
আছে দীপ্ত ভবিষ্যত।
তোমরাই পারবে আনতে ফিরিয়ে
হারানো ভবিষ্যত।
চুর্ণ করে সব ভেদাভেদ,
এক হয়ে যাও আজ।
কোরআন হাতে নাও কায়েম করতে,
ইসলামী সমাজ।
No comments