তুমি কোন পথে ?
তুমি কোন পথে ?
লেখকঃ মাওঃ মিজানুর রহমান
জান্নাত থেকে আসলেন নেমে,এই দুনিয়ায়
আদম হাওয়া দু-জনে, দুই সীমানায়।
দুজনেরে খু্ঁজলেন দুজন, পাগলেরই মতো
পাহাড় পর্বত বন জঙ্গল নদী কতো শত।
অনেক বছর পরে দেখা,হলো দুজনায়
দুজনকে পেলেন দুজন, রবের মহিমায়।
শুরু হলো নয়া সংসার,নয়া আঙ্গিনায়
জন্ম নিল ছেলেমেয়ে,জোড়ায় জোড়ায়।
এক জোড়ার ছেলের সাথে,অন্য জোড়ার মেয়ে
রবের বিধান দুজনের,দিতে হবে বিয়ে।
সব সন্তান নিলো মেনে, আল্লাহর বিধান
করলো বিদ্রোহ কুলাঙ্গার, একটি সন্তান।
যুক্তি দিলো মায়ের পেটে, ছিলাম একি সাথে
এই জগতে থাকলে এক,দোষ কী হবে তাতে?
জন্মেছি যার সাথে আমি,করব তাকে বিয়ে
সারা জিবন কাটিয়ে দিব,সুন্দরী বউ নিয়ে।
দিতে হবে কুরবানি,হুকুম বিধাতার
বিজয়ী হবে সে,কবুল হবে যার।
হাবিল কাবিল দুজন,দিলো কুরবানি
হাবিলেরটা হলো কবুল, কাবিলের হয়নি।
রবের ফায়সালা কাবিল,না করে মুল্যায়ন
হাবিলকে খুন করে সে,করলো পলায়ন।
চুপিসারে আরো কিছু, সঙ্গী তার জুটলো
লোভ লালসায় মত্য হয়ে,তার পিছনে ছুটলো।
মানবজাতি দুই দলে,হলো বিভক্ত
হলো হানাহানি খুনাখুনি,ছড়াছড়ি রক্ত।
এক দলের নেতা আদম,অন্য দলে কাবিল
পথে মতে কাজে,নেই কোন মিল।
আল্লাহর আইন মেনে চলে,আদমের দল
নিজেরাই আইন তৈরী করল,কাবিলের দল।
হলো দুই দল দুই নেতা দুই আইন বলবত
আজো তা আছে চালু,জুড়ে সারা জগত।
তুমি কোন পথে,কোন দলে,কে তোমার নেতা
কোন বিধানের পক্কে তুমি,দেখছো ভেবে কী তা?
No comments