Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

জেগে উঠো



জেগে উঠো
লেখকঃ মাওঃ মিজানুর রহমান

আর কতকাল থাকবে পিছে,
বল মুসলিম আজ।
নতুন করে জেগে উঠো,
শিরে পরে নয়া তাজ।
তোমরা,নও হিন্দু নও বৌদ্ধ নও খ্রিস্টান,
এক আল্লাহর গোলাম তোমরা, শ্রেষ্ঠ মুসলমান।
তোমাদের আছে গৌরব অতীত,
আছে দীপ্ত ভবিষ্যত।
তোমরাই পারবে আনতে ফিরিয়ে
হারানো ভবিষ্যত।
চুর্ণ করে সব ভেদাভেদ,
এক হয়ে যাও আজ।
কোরআন হাতে নাও কায়েম করতে,
ইসলামী সমাজ।

No comments