Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার পরিণতি!

আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার পরিণতি!  

লেখকঃ আজিজুল হাকিম 

ইন্নাল হামদা লিল্লাহ। আস্সালাতু আস্সালামু আলা রাসূলিল্লাহ। 

আল্লাহ তাআলা অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন এবং তাদের রিযিকের জিম্মাদারি নিজের হাতে রেখেছেন। অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে সেই প্রভূর গোলামী করা। তাঁর সাথে কাউকে শরীক স্হাপন না করা। তারঁ নিয়ামত রাজির শুকরিয়া আদায় করা।

এতোকিছুর পরেও অধিকাংশ লোক আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না। নাশুকরি করে। তারা হচ্ছে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ।

বেশী বেশী আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে তিনি আরো বাড়িয়ে দিবেন। আর যদি শুকরিয়া আদায় না করে তাহলে মস্তবড় শাস্তি দিবেন। এ কথা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে একাধিকবার বলেছেন।

মহান আল্লাহ তাআলা বলেনঃ

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

(আল বাকারা - ১৫২)
সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।

لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ ۖ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
(ইব্রাহীম - ৭)
যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।

وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ
(ইব্রাহীম - ৩৪)
যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।

وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ ۚ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ ۖ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ
(লোকমান - ১২)
আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয়, সে তো কেবল নিজ কল্যানের জন্যই কৃতজ্ঞ হয়। আর যে অকৃতজ্ঞ হয়, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

তাই আসুন, সবসময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি।
 

No comments