Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

হিজবুল্লাহ ও হিজবুশশাইতান!

হিজবুল্লাহ ও হিজবুশশাইতান!

লেখকঃ আজিজুল হাকিম

হিজবুল্লাহ বা আল্লাহর দলঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম। 

لَا تَجِدُ قَوۡمًا یُّؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ یُوَآدُّوۡنَ مَنۡ حَآدَّ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَوۡ کَانُوۡۤا اٰبَآءَہُمۡ اَوۡ اَبۡنَآءَہُمۡ اَوۡ اِخۡوَانَہُمۡ اَوۡ عَشِیۡرَتَہُمۡ ؕ  اُولٰٓئِکَ کَتَبَ فِیۡ قُلُوۡبِہِمُ الۡاِیۡمَانَ وَاَیَّدَہُمۡ بِرُوۡحٍ مِّنۡہُ ؕ  وَیُدۡخِلُہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ  رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ  اُولٰٓئِکَ حِزۡبُ اللّٰہِ ؕ  اَلَاۤ اِنَّ حِزۡبَ اللّٰہِ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ

যে সব লােক আল্লাহ ও আখেরাত দিবসে ঈমান রাখে , তাদেরকে তুমি এমন পাবে না যে , যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে , তাদের সাথে বন্ধুত্ব রাখছে । হােক না তারা তাদের পিতা বা তাদের পুত্র বা তাদের ভাই কিংবা তাদের স্বগােত্রীয় । তারাই এমন , আল্লাহ যাদের অন্তরে ঈমানকে খােদাই করে দিয়েছেন এবং নিজ রূহ দ্বারা তাদের সাহায্য করেছেন । তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে , যার তলদেশে নহর প্রবাহিত থাকবে । তাতে তারা সর্বদা থাকবে । আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে । তারা আল্লাহর দল । স্মরণ রেখ , আল্লাহর দলই কৃতকার্য হয়

(আল মুজাদালাহ্‌ - ২২)

وَمَنۡ یَّتَوَلَّ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا فَاِنَّ حِزۡبَ اللّٰہِ ہُمُ الۡغٰلِبُوۡنَ

আর যারা আল্লাহ তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী।

(আল মায়িদাহ-৫৬)

পৃথিবীতে দুটি দল রয়েছে পূর্বকাল থেকে,
১। হিজবুল্লাহ, আল্লাহর দল
২। হিজবুশশাইতান, শয়তানের দল

এখন কথা হচ্ছে, আপনি থাকবেন কোন দলে? যদি আল্লাহর দলে থাকেন তবে রয়েছে ইহজগতে শান্তি এবং পরজগতে জাহান্নাম থেকে মুক্তি।

আর যদি শয়তানের দলে থাকেন তবে, ইহজগতে রয়েছে, অপমান, লাঞ্চনা আর পরজগতে রয়েছে জাহান্নামের অপমানজনক শাস্তি।

উক্ত আয়াতে কারীমায় মহান আল্লাহ তাআলা আল্লাহর দলের লোকদের কিছু গুণাবলী আলোকপাত করেছেন। যথা,

যারা আল্লাহ এবং তাঁর রাসূল সাঃ এর বিরোধীতায় লিপ্ত তারা তাদের সাথে কোন বন্ধুত্ব করে না। তাদের সাথে অন্তরঙ্গভাবে চলাফেরা করে না, তাদের গর্হিত কাজের জন্য তারা তাদের থেকে অনেক দূরে অবস্হান করে।

তাদের নিকট আত্মীয় যেমন, পিতা, মাতা, ভাই, বোনসহ যত আত্মীয়-স্বজন আছেন তারাও যদি আল্লাহ এবং রাসূল সাঃ এর বিরোধীতায় লিপ্ত হয় তাহলে তাদেরকেও তারা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে না। অবশেষে এই আল্লাহর দল সমস্ত বাতিলের উপর বিজয়ী হবেন।

হিজবুশশাইতান বা শয়তানের দলঃ

اِسۡتَحۡوَذَ عَلَیۡہِمُ الشَّیۡطٰنُ فَاَنۡسٰہُمۡ ذِکۡرَ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ حِزۡبُ الشَّیۡطٰنِ ؕ اَلَاۤ اِنَّ حِزۡبَ الشَّیۡطٰنِ ہُمُ الۡخٰسِرُوۡنَ

শয়তান তাদের উপর পুরােপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিয়েছে । ফলে সে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রেখেছে । তারা শয়তানের দল । মনে রেখ , শয়তানের দলই অকৃতকার্য হয় ।

(আল মুজাদালাহ্‌ - ১৯)

দ্বিতীয় দলটি হচ্ছে, শয়তানের দল। এই দলটি উপরে উপরে যতই চাকচিক্য দেখা যাকনা কেন, তাদের যত পেশিশক্তি থাকনা কেন আসলে তা মাকড়সা জালের মতই ভঙ্গুর। শেষ ফলাফল হিসেবে এই দলটি চূড়ান্তভাবে পরাজিত হবে।

No comments