Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

নেশাখোর

নেশাখোর

লেখকঃ আজিজুল হাকিম 

নেশা করে করছো শেষ
জীবনটাকে,
বলতে পারো
মানুষ হবে কবে।

মদ জুয়ার আড্ডাখানা
নিত্যদিন যাওয়া আসা,
হিরোইন আর ফেন্সিডিল
আরো আছে পতিতার বাসা।

সুযোগ বুঝে ঘাপটি মেরে
কারো বাসায় দাও হানা,
এমন করে ক'দিন যাবে
চলবেনা আর বাহানা।

এবার তুমি এসো ফিরে
অন্ধকার ঐ পথ ছেড়ে,
ডাকছি তোমায় আদর করে
হাত দু'টি নেড়ে।

এবার তোমায় ভাবতে হবে
কি করবে ভবে,
বলতে পারো
মানুষ হবে কবে???

No comments