Header Ads

 আস্সালামু আলাইকু,ওয়া রাহমাতুল্লা। প্রিয় বন্ধু "মাসিক আল-আকসা" পত্রিকাটি ভিজিট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিয়মিত ভিজিট করুন, মাসিক আল-আকসার সাথে থাকুন। ধন্যবাদ

Breaking News

রাসূল সাঃ এর ভবিষ্যৎবাণী




দেখুন, রাসূল সাঃ এর ভবিষ্যৎবাণী কিভাবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।লেখকঃ আজিজুল হাকিম

১. সময় নিকটতর হতে থাকবে!
বর্তমানের দিন, সপ্তাহ, মাস আর বছরের দিকে তাকান কিভাবে সব চোখের পলকের ন্যায় অতিবাহিত হয়ে যাচ্ছে।
২. আমল কমে যেতে থাকবে!
চিন্তা করে দেখুন, বর্তমানে আমাদের আমল কতটুকুর মধ্যে সিমাবদ্ধ। নফল, সূন্নাত তো দূর কি বাত ফরয নামাযটাও আজ আমরা ঠিকমত আদায় করতে পারছি না। আফসোস!
৩. কৃপনতা ছড়িয়ে দেয়া হবে!
ভেবে দেখুন, বর্তমানে মানুষ কতটা কৃপন হয়ে গেছে। ভোগ বিলাসের জন্য কত টাকা অপচয় করছে অথচ আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে কৃপনতা করছে।
৪. ফেতনার বিকাশ ঘটবে!
দেখুন, বর্তমানে চতুর্মুখী ফেতনার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। সবখানে শুধু ফেতনা আর ফেতনা। ঘরে ফেতনা, বাইরে ফেতনা, কর্মস্হলে ফেতনা, সংসারে ফেতনা, ফেতনা নেই কোথায়!
৫. হারজ (হত্যা)বেড়ে যাবে!
প্রতিদিন সংবাদপত্র খুললেই, ফেইসবুকে ঢুকলেই শুধু খুন খারাবির খবর দেখতে পাওয়া যায়।

আল্লাহ আমাদের রক্ষা করুন, আমীন।

عياش بن الوليد أخبرنا عبد الأعلى حدثنا معمر عن الزهري عن سعيد عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال يتقارب الزمان وينقص العمل ويلقى الشح وتظهر الفتن ويكثر الهرج قالوا يا رسول الله صلى الله عليه وسلم أيم هو قال القتل القتل وقال شعيب ويونس والليث وابن أخي الزهري عن الزهري عن حميد عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
নাবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সময় নিকটতর হতে থাকবে, আর ‘আমাল কমে যেতে থাকবে, কৃপণতা ছড়িয়ে দেয়া হবে, ফিত্‌নার বিকাশ ঘটবে এবং হারজ ব্যাপকতর হবে। সাহাব-ই-কিরাম জিজ্ঞেস করলেন, হারজ সেটা কী? নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হত্যা, হত্যা।
সহিহ বুখারী, হাদিস নং ৭০৬১

No comments